বাসস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৭

শহর সমাজসেবা কার্যালয়-৪ এ গত ১৫ বছরে ক্ষুদ্রঋণ আদায়ে সাফল্য শতভাগ 

ঢাকা, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): সমাজসেবা অধিদপ্তরের অধীনে শহর সমাজসেবা কার্যালয়-৪ এর আওতায় সুদমুক্ত ঋণ বিতরণ তহবিলে বিনিয়োগকৃত টাকার পরিমান চুরাশি লক্ষ সাতাশ হাজার সাতশত টাকা।  গত ১৫ বছরে  এখানে ক্ষুদ্রঋণের শতভাগ আদায় হয়েছে।  নারী ও পুরুষ মিলিয়ে এর উপকারভোগীর সংখ্যা ৭৬০  জন। পুন: বিনিয়োগকৃত অর্থের পরিমান এক কোটি বিশ লক্ষ পচিশ হাজার টাকা,  উপকারভোগীর সংখ্যা ১০০২ জন। শহর সমাজসেবা কার্যালয়-৪ কতৃক বাস্তবায়িত কার্যক্রমসমূহ জোরদারকরন  শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়। আজ বুধবার রাজধানীর সবুজবাগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ইউসিডি) মো: নাসিরউদ্দিন। শহর সমাজসেবা কার্যালয়-৪ এর অফিসার শাহিনা আক্তার সুইটির সভাপতিত্বে সেমিনারে বক্তব্য প্রদান করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয় (ঢাকা) এর উপ-পরিচালক স্বপন কুমার হালদার, জেলা সমাজসেবা কার্যালয় (ঢাকা) এর উপ-পরিচালক রকনুল হক,  সমাজসেবা অধিদপ্তর (ঢাকা) এর সহকারী পরিচালক (ইউসিডি) মোস্তাফিজুর রহমান হেলাল। সেমিনারে শহর সমাজসেবা কার্যালয়-৪ এর অধীনে সরকারী ও বেসরকারী পর্যায়ে পরিচালিত বিভিন্ন কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সেমিনারে শহর সমাজসেবা কার্যালয়-৪ এর ঋনগ্রহীতা, উপকারভোগী, প্রশিক্ষন কোর্সে  অংশগ্রহনকারীগণসহ   অংশীজনেরা  অংশ নেন।