বাসস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৫৯

৫ থেকে ১০ লাখ বিদেশি শ্রমিক দেশে অবৈধভাবে কাজ করছে : আনিসুল ইসলাম মাহমুদ

সংসদ ভবন, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সরকারের কোনো আইনগত অনুমতি ছাড়াই ৫ থেকে ১০ লাখ বিদেশি শ্রমিক দেশে অবৈধভাবে কাজ করছে। এতে বাংলাদেশ বিপুল বৈদেশিক মুদ্রা হারাচ্ছে। 
তিনি আজ জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ তথ্য জানান এবং এ ব্যাপারে সরকারের কঠোর মনিটরিংয়ের আহবান জানান। 
আনিসুল ইসলাম বলেন, অবৈধ এসব বিদেশি শ্রমিকরা মজুরি হিসেবে মোটা অংকের টাকা নিচ্ছেন যা দেশে আর্থিক ও কর্মসংস্থানের সংকট তৈরি করছে।