বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০৩

নারায়ণগঞ্জে গ্যাস লাইনের আগুনে দগ্ধ ১৪

নারায়ণগঞ্জ, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : জেলা সদর উপজেলার ফতুল্লার শাসনগাঁও এলাকার ক্রোনি অ্যাপারেলসের ডাইং সেকশনে গ্যাস লাইনে ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন ১৪ জন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
দগ্ধরা হলেন- মেহেদী হাসান(৩০), জাকির (২৬), কামরুল (৪০), মাহবুব (৩০), শফিক(২৮), সিকিউরিটি মনির(২৮), সামচু(৩২), রিপন (৩৪), রুবেল মিয়া(১৯), জিতু (৪০), পলাশকান্তি (৪২), মুকুল (৪২), মিঠুন (২৫) ও মুকুল (৪০)।
শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রায় সবার শরীর দু-চার-পাঁচ শতাংশ করে দগ্ধ হয়েছে। এদের মধ্যে একজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।