শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৯ ফেব্রুয়ারি,২০২৪ (বাসস): গোপালগঞ্জে ১০ দিনব্যাপী উদোক্তা মেলা চলছে । জেলা প্রশাসনের সহযোগিতায় গোপালগঞ্জ বিসিক এ মেলার আয়োজন করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ পৌর পার্কে বিসিক উদোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুন্সী মো: আতিয়ার রহমান, বিসিকের আঞ্চলিক পরিচালক (উপসচিব) ড. মো: আলমগীর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জোবায়ের আহমেদের সভাপত্বিতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিক গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো: হাবিবুর রহমান রাসেল।
আলোচনা সভা শেষে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন ষ্টল ঘুরে-ঘুরে দেখেন। এরপর মেলার মঞ্চে শিশু শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ।
এ মেলায় ৩০ স্টলে জেলার ক্ষুদ্র উদ্যোক্তরা তাদের উৎপাদিত পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। এ মেলা চলবে আগামী ১৭ ফেব্রুয়ারি পযন্ত