বাসস
  ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১২

গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৯ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সৌরভ মোল্লা (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। 
নিহত যুবক  কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের ছোট পারুলিয়া গ্রামের হোসেন মোল্লার ছেলে।
আজ শুক্রবার দুপরে কাশিয়ানীর পারুলিয়া ইউনিয়নের ভেন্নাবাড়ি এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেলে তিন আরোহী আহত হন। আহতদেরকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সৌরভকে মৃত ঘোষনা করেন।
কাশিয়নী থানা পুলিশের উপ-পরিদর্শক সাদেকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ওই যুবকের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।