শিরোনাম
জয়পুরহাট, ১০ ফেব্রুয়ারি, ২০২৪(বাসস): জয়পুরহাট-আক্কেলপুর সড়কের সদর উপজেলার বেলতলীতে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি উল্টে জেলার ক্ষেতলাল পৌরসভার কাউন্সিলর সামছুল আলম (৫৫) মারা গেছেন। নিহতের বাড়ি বটতলী মৃধাপাড়া মহল্লায়।
আজ সন্ধ্যার আগে সদর উপজেলার বেলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান- নিহত সামছুল আলম শনিবার জয়পুরহাট শহরের নতুনহাট থেকে গরু কিনে ভটভটিযোগে জয়পুরহাট-আক্কেলপুর সড়ক পথে বাড়ি ফিরছিলেন। পথে বেলতলী নামক স্থানে ভটভটির চাকা ফেটে উল্টে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ দুর্ঘটনায় ভটভটিতে থাকা আরও তিনজন যাত্রী আহত হয়। তাদেরকে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।