বাসস
  ১০ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১২

জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জয়পুরহাট শাখার সম্মেলন

জয়পুরহাট, ১০ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): 'আমার মুক্তির আলোর-আলোয়" রবীন্দ্রনাথ ঠাকুরের এই কালজয়ী গানের মধ্যে দিয়ে শনিবার বিকেলে মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জয়পুরহাট জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট শহরের আনন্দধারা শিশু-কিশোর সংগীত বিদ্যালয়ে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন- জেলা শাখার সভাপতি আমিনুল হক বাবুল।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য সংগীতজ্ঞ মিলন ভট্টাচার্য।
সম্মেলন শুরুর আগে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
বক্তব্য রাখেন- শহিদ হোসেন টিটো, মোস্তাহেদ ফাররোখ, অধ্যাপক আকতারুল হক, তবিবর রহমান প্রমূখ।
সম্মেলনে আগামী দুই বছরের জন্য মুক্তিযুদ্ধের গবেষক আমিনুল হক বাবুলকে সভাপতি ও রবিউল আলম বিপুলকে সাধারণ সম্পাদক ও আফজাল হোসেনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে মোট ১৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটির সদস্যরা শহীদ ডা. আবুল কাশেম ময়দানে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।