বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২২

বগুড়ায় আইন-শৃংঙ্খলা কমিটির সভা

বগুড়া, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : জেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃংঙ্খলা কমিটির সভা আজ সকালে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আইন-শৃংঙ্খলা পরিস্থিতি নিয়ে বিষদ আলোচনা করা হয়।  
মাদকদ্রব্য নির্মূল, বগুড়া শহরের ভয়াবহ যানজট নিরসন, পুকুর সংস্কারের নামে অবৈধভাবে মাটি উত্তোলন, অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কাটা এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয় আজকের সভায়। এসময় জেলায় আইন-শৃংঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার।
জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নাতি প্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. মেজবাউল করিম, সহকারি কমিশনার খালেদ বিন মনসুরসহ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।