বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৮

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১৮ জেলে উদ্ধার

বরগুনা, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ১০ ঘণ্টা ভেসে থাকার পর উদ্ধার করা হয়েছে ১৮ জেলেকে।  
গত শনিবার (১০ ফেব্রুয়ারি) পটুয়াখালী জেলাধীন রাঙ্গাবালির সোনারচরের দক্ষিণ বঙ্গোপসাগরে আটবাম এলাকায় এই ট্রলার ডুবির ঘটনা ঘটে। উদ্ধার পাওয়া জেলেরা জানান, গত ১ ফেব্রুয়ারি পাথরঘাটার মারুফের মালিকানাধীন এফবি আল-আমিন নামের একটি ট্রলার ১৮ জন জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যান। বিভিন্ন স্থান ঘুরে বঙ্গোপসাগরের আটবাম এলাকায় মাছ ধরার জন্য জাল ফেলেন জেলেরা। একপর্যায়ে তারা দেখতে পান ট্রলারের তলা ফেটে পানি ঢুকছে এবং ডুবে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ট্রলার থেকে লাফিয়ে সাগরে ভাসতে থাকেন তারা। প্রায় ১০ ঘণ্টা ভেসে থাকার পর তীরে ফিরতে সক্ষম হন তারা।  
ট্রলার মালিক মো. মারুফ বলেন, আমার ট্রলারটি ডুবে গেছে। তবে এর ১৮ জেলে জীবিত ফিরে আসতে সক্ষম হয়েছেন। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ট্রলারডুবির ঘটনায় ১৮ জেলেই অক্ষত রয়েছেন। এই ঘটনায় কেউ নিখোঁজ হননি।