বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২৯

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সাভার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
রোববার দুপুরে ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় কাভার্ড ভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত হন মোহাম্মদ জিয়াউর রহমান (৪০) ও মোহাম্মদ জানিব আলী (৫০)। তারা ধামরাইয়ের জয়পুরা এলাকার বাসিন্দা। পেশায় তারা মাংস ব্যবসায়ী (কসাই) বলে জানিয়েছে পুলিশ।
গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, মানিকগঞ্জের একটি হাট থেকে কাজ শেষে মটরসাইকেল যোগে জয়পুরার দিকে যাচ্ছিলেন ওই দুই আরোহী। দ্রুতগতির মটরসাইকেলটি ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় মানিকগঞ্জগামী কাভার্ড ভ্যানের সাথে থাক্কা লেগে ছিটকে পরে। এতে ঘটনাস্থলেই মারা যান দুই আরোহী।
তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা যায়নি বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।