শিরোনাম
মাগুরা, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): মাগুরায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য, মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আলতাফ হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার সকাল ১০ টায় মাগুরা জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পৌর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করেন। পরে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ্’র সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খুরশীদ হায়দার টুটুলু, যুগ্ম সম্পাদক শাখারুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক রানা আমীর ওসমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আছাদুজ্জামান কিশোরসহ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।