বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২৭

অপ্রদর্শিত অর্থ প্রদর্শনের সুযোগ দেয়ার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে : অর্থমন্ত্রী

সংসদ ভবন, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন, বিদেশে পাচার রোধকল্পে অপ্রদর্শিত অর্থ দেশে প্রদর্শনের সুযোগ দেয়ার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। 
তিনি আজ সংসদে স্বতন্ত্র সদস্য সোহরাব উদ্দিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে বলেন, ‘সম্পূর্ণ বিষয়টি আমরা পর্যালোচনা করছি। ঢালাও যে কালো টাকা সেটি নিয়ে নয়, গোটা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা চলছে। কাজেই এটার প্রাথমিক যে লক্ষণ দেখছি, তাতে আমাদের মনে হচ্ছে, বর্তমানে দেশের পরিস্থিতি উন্নয়নের দিকে যাচ্ছে। আরও কিছুদিন গেলে আমরা পুরোপুরি একটি দৃশ্য পাব। সেই পর্যন্ত ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি।’
জাতীয় পার্টির সদস্য সিদ্দিকুল আলমের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘সম্পূর্ণ অর্থনৈতিক পরিস্থিতি আমরা পর্যালোচনা করছি। আমরা প্রাথমিকভাবে মনে করছি, একটা উন্নতির ছাপ দেখতে পাচ্ছি। আরও অনেক কাজ করতে হবে, সেগুলো করার পর আমরা একটা ধারনা দিতে পারব।’