বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৮

বর্জ্য পানি শোধনাগার স্থাপনে দূষণ থেকে রক্ষা পাচ্ছে পরিবেশ

জয়পুরহাট, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আখলাছুর রহমান বলেছেন দেশের বৃহত্তম এই চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানে ৬ কোটি টাকা ব্যয়ে বর্জ্য পানি শোধনাগার (ইটিপি) স্থাপন করায় পরিবেশ এখন দূষণ থেকে রক্ষা পাচ্ছে।
আজ মঙ্গলবার সকালে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় সাংবাদিকদের জয়পুরহাট চিনিকলের পাশে স্থাপনকৃত ইটিপি ঘুরে দেখানো হয়। আখলাছুর রহমান জানান, ৬ কোটি টাকা ব্যয়ে বর্জ্য পানি শোধনাগারটি (ইটিপি) স্থাপন করা হয়েছে । যার নির্মাণ কাজ শেষ হয় গত বছর ২০২৩ সালে। ইটিপি স্থাপনের মাধ্যমে চিনিকলকে পরিবেশ বান্ধব করা হয়েছে।
এর মধ্যে রয়েছে নদীর পানি দূষণ রোধ কল্পে কারখানায় ব্যবহৃত ঠান্ডা পানি রিসারকুলেশন, অতিরিক্ত কনডেনসেট পানি ঠান্ডা করে অবমুক্তকরণ ও বর্জ্য পানি চিনিকলের নিজস্ব ভূমিতে ৬০০ মিটার দীর্ঘ লেগুনে আবদ্ধ রাখা। ফলে জয়পুরহাট চিনিকল থেকে দূষিত পানি নিঃসরণ হওয়ার কোন সুযোগ নেই।