শিরোনাম
জয়পুরহাট, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): জয়পুরহাট রেলস্টেশনের উত্তর দিকে হরিজন কলোনী (মোস্তাক মার্কেট) এলাকায় আজ বুধবার সকালে চিলাহাটি গামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি (৬০) নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সান্তাহার রেলওয়ে পুলিশের উপপরিদর্শক নরেন দাশ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বুধবার সকাল সাড়ে ৬ টার সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী সীমান্ত এক্সপ্রেস ট্রনটি জয়পুরহাট অতিক্রম করার সময় হরিজন কলোনী এলাকায় এক ব্যক্তিকে ধাক্কা দেয়। এ সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ওই ব্যক্তি ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।