বাসস
  ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৬

সরকার ১৭,৭১০জন ভিক্ষুককে পুনর্বাসন করেছে : সমাজকল্যাণ মন্ত্রী

সংসদ ভবন, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের ৬৪টি জেলায় এ পর্যন্ত প্রায় ১৭,৭১০ জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মোরশেদ আলমের টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে বলেন, দেশের ভিক্ষুকদের পুনর্বাসন ও তাদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০১০-১১ অর্থবছরে ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ শীর্ষক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মন্ত্রী বলেন, ‘বর্ণিত কর্মসূচির মাধ্যমে দেশের ৬৪ জেলায় অদ্যাবধি ১৭ হাজার ৭১০ জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে। ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ভিক্ষুকদের পুনর্বাসনের আওতায় আনয়নের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত ভিক্ষুকদের আশ্রয়কেন্দ্রে রাখার লক্ষ্যে পাঁচটি সরকারি আশ্রয়কেন্দ্রের অভ্যন্তরে ফাঁকা জায়গায় অস্থায়ী ভিত্তিতে ১৬টি টিনসেড ডরমেটরি ভবন নির্মাণ করা হয়েছে।’
তিনি বলেন, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য ক্ষুদ্র ব্যবসা, মুদি দোকান, চায়ের দোকান, পানের দোকান, কাঁচা মালের ব্যবসা, বাদাম বিক্রি, মসলা বিক্রি, কাঠ বিক্রি, হকার, সেলাই কাজ, পিঠা তৈরি, ডিমের ব্যবসা, হাঁস-মুরগী পালন, পশু পালন, রিক্সা/ভ্যান ইত্যাদি কাজে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়ক উপকরণ সরবরাহের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।