বাসস
  ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৫

ফেনীতে পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষার রুটিন পরিবর্তন

ফেনী, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪(বাসস) : জেলায় কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া পূর্বঘোষিত চলতি বছরের ২২ ফেব্রুয়ারির পরিবর্তে দুইদিন এগিয়ে ২০ ফেব্রুয়ারি শুরু হবে। আজ বুধবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন পুলিশ সুপার জাকির হাসান।
তিনি জানান, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপ অর্থ্যাৎ, শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টের তারিখ পুলিশ সদর দপ্তর হতে পরিবর্তন করা হয়েছে। উক্ত বাছাইয়ের নতুন তারিখ ২০ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। তবে, প্রথমধাপে উত্তীর্ণদের লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা যথাক্রমে পূর্ব নির্ধারিত ১৬ মার্চ ও ২৩ মার্চ অনুষ্ঠিত হবে।
নিয়োগ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হবে। কারো সঙ্গে কোন ধরনের আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না। কোন প্রকার আর্থিক লেনদেনের সঙ্গে কেউ জড়িত হলে গ্রেফতার এবং নিয়োগ বাতিল করা হবে।