বাসস
  ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০৫

চট্টগ্রামে রাস্তা ফুটপাত নালা দখলমুক্ত রাখতে মেয়র রেজাউলের প্রত্যয়

চট্টগ্রাম, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো রেজাউল করিম চৌধুরী মহানগরীতে রাস্তা, ফুটপাত ও নালা দখলমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
নগরীতে চলমান উচ্ছেদ অভিযান সফল করতে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে আজ বুধবার চসিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ প্রত্যয় ব্যক্ত করেন মেয়র।
মেয়র এ সময় প্রতিনিধিদের বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন এবং অভিযান চলমান রাখার ঘোষণা দেন।
মেয়র বলেন, ‘মানুষের দুর্ভোগ ও দুর্ঘটনা কমাতে অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান চলছে এবং এ ধারা চলমান থাকবে। কোনো চাপ বা কারো কথায় এ অভিযান বন্ধ হবে না। বিশেষ করে নিউমার্কেট, আগ্রাবাদ এবং জিইসি মোড় সহ নগরীর প্রাণকেন্দ্র দখলমুক্ত করে সৌন্দর্য্যবর্ধন করা আমার লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে আমি আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাই।’
সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, ‘ফুটপাত উদ্ধারে মেয়রের উদ্যোগে সাড়া দিয়ে সবাই মিলে কাজ করলে চট্টগ্রাম শহরের ফুটপাত দখলমুক্ত রাখা সম্ভব।’
সভায় চসিকের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, গিয়াস উদ্দিন, কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ (মঞ্জু), নজরুল ইসলাম বাহাদুর, মো. নুরুল আমিন, মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, নূর মোস্তফা টিনু, সচিব খালেদ মাহমুদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজমী, আইন কর্মকর্তা জসিম উদ্দিন, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন, প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, নির্বাহী ম্যাজিস্ট্রেট  চৈতী সর্ববিদ্যা, শাহরীন ফেরদৌসী প্রমুখ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিশনাল পুলিশ কমিশনার আবদুল মান্নান মিয়া, উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাফিজুর রহমান, এনএম নাসিরুদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান, আনসার ও ভিডিপির সার্কেল এডজুট্যান্ট এসএম আনিসুর রহমান, র‌্যাব-৭ এর ডিএডি খলিলুর রহমান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুল ইসলাম মৃধা, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ হারুন পাশাসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ সভায় নিজ নিজ দপ্তরের পক্ষে মতামত তুলে ধরেন।