বাসস
  ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩০

শরীয়তপুরে শহীদ দিবসে বইমেলা বিষয়ে প্রস্তুতিমূলক সভা

শরীয়তপুর, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে ৭ দিনব্যাপী বইমেলা বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরিনের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, এএসপি মুশফিকুর রহমান, শরীয়তপুর পৌরসভার সচিব মোঃ এনামুল হক, ইসলামী ফাউন্ডেশন শরীয়তপুরের উপপরিচালক মুহাম্মদ আবু তালহা, জেলা তথ্য কর্মকর্তা শাহিন মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় শরীয়তপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আগামী ২১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। মেলায় ১০টি বইয়ের স্টল থাকবে।