শিরোনাম
রাঙ্গামাটি, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): জেলার রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের শালবাগান এলাকায় আজ সকাল সাড়ে ১০টায় লরি ও সিএনজির সংঘর্ষে ৩ জন নিহত এবং ২জন গুরুতর আহত হয়েছে।
এ বিষয়ে রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মারুফ আহমেদ বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) জানান, বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি থেকে ছেড়ে যাওয়া লরি চট্টগ্রাম -রাঙ্গামাটি সড়কের শালবাগান এলাকায় পৌছালে সিএনজির সাথে সংঘর্ষে লরি ও সিএনজি গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ১জন এবং রাঙ্গামাটি সদর হাসপাতালে ২জন নিহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
নিহত নবির হোসেন রাঙ্গামটির তবলছড়ি এলাকার এবং নিহত অন্য দুইজনের পরিচয় পাওয়া যায়নি।