বাসস
  ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৪

নড়াইলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতির অনুদানের চেক বিতরণ

নড়াইল, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): নড়াইলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতির অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার  দুপুরে নড়াইল জেলা সরকারি কর্মচারি কল্যাণ সমিতির জেলা কার্যালয়ে সমিতির আজীবন সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি, সদস্যদের এককালীন অনুদান এবং জটিল ও সাধারন চিকিৎসার জন্য এ অনুদান প্রদান করা হয়।
এসময় মোট ৫৫ জন সুবিধাভোগীর মাঝে ৩ লাখ ৩৯ হাজার ৮০০ টাকার চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
নড়াইল জেলা সরকারি কর্মচারি কল্যাণ সমিতির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আদিত্য কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে নড়াইল জেলা সরকারি কর্মচারি কল্যাণ সমিতির কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। পরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যান সমিতির মৃত সদস্যদের স্মরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।