শিরোনাম
যশোর, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : যশোর জেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক অ্যাডভোকেট প্রয়াত ফারাজী শাহাদাত হোসেনের সহধর্মিনী সাঈদা বেগম (৮৮) আর নেই। বৃহস্পতিবার সকালে নাটোরের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাই হি রাজিউন)।
মরহুমা সাঈদা বেগম যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ফারাজী আহমেদ সাইদ বুলবুল ও নাটোর প্রেসক্লাবের সভাপতি ও বাসস সংবাদদাতা ফারাজী আহমেদ রফিক বাবনসহ তিন ছেলে, নাতী-নাতনি এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বাদ এশা নাটোরের আলাইপুর মার্কাস জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। শেষে শহরের গাড়িখানা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজের সভাপতি মনোতোষ বসু ও সাধারণ সম্পাদক এইচ আর তুহিন।