বাসস
  ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৯

গোপালগঞ্জে মৎস্যজীবী লীগের কম্বল বিতরণ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): গোপালগঞ্জে ৩০০ দু:স্থ ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়। আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া গ্রামে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর লস্কর।
মোক্তার হোসেন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মো. ইমরান, জেলা শাখার আহবায়ক মো. মিলু শেখ, সদস্য মো. শফিকুল ইসলাম  চৌধুরী, মো. লুৎফার রহমান, প্রভাষ বাড়ৈ, টুঙ্গিপাড়া উপজেলা শখার সভাপতি শেখ মুকুল, সাধারন সম্পাদক মারুফ শেখ ও জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুনা খান।