শিরোনাম
জয়পুরহাট, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): জেলায় গতকাল সন্ধ্যায় ব্রতচারী সমিতির ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
ব্রতচারী সমিতির কমিটি গঠন উপলক্ষে জয়পুরহাট আনন্দধারা শিশু কিশোর সংগীত বিদ্যালয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় এক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জয়পুরহাট জেলা শাখার সভাপতি মুক্তিযুদ্ধের গবেষক আমিনুল হক বাবুল। আলোচনা করেন আফজাল হোসেন, ফেরদৌস আরা লিপি, এ্যাডঃ নন্দ কিশোর আগরওয়ালা, রবিউল আলম বিপুল , সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, তবিবর রহমান, মোস্তাহেদ ফাররোখ প্রমূখ। আলোচনা শেষে এ্যাডঃ নন্দ কিশোর আগরওয়ালাকে আহ্বায়ক, সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু কে যুগ্ম আহ্বায়ক ও সুব্রত দেবকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ব্রতচারী নৃত্যগীতির মধ্যে শিশুরা হাত-পা দুলিয়ে ছন্দের তালে গুরুজনকে মেনে চলা, সত্য পথে থাকা, সত্য কথা বলা, নিজের কাজ নিজে করা, দেশের প্রয়োজনে লড়বার কথাসহ জীবনকে আনন্দময় করে গড়ে তুলবার কথা উচ্চারন করে থাকে ।