শিরোনাম
শেরপুর, ১৮ ফেব্রয়ারি, ২০২৪ (বাসস): জেলার ঝিনাইগাতী উপজেলার তেতুলতলা বাজারে আজ সকাল
সাড়ে ৭টায় ট্রাক এবং সিএনজি হুইলার এর মুখোমুখি সংঘর্ষ এক কাঠ ব্যবসায়ী নিহত এবং সিএনজি চালকসহ আহত হয়েছে ২ জন। নিহতের নাম খোরশেদ (৪০) সে একজন কাঠ ব্যবসায়ী বলে জানা গেছে।তার বাড়ি ঝিনাইগাতী উপজেলার কাংসা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের সে ওই গ্রামের জুলহাস উদ্দিনের ছেলে।
ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দুমরে মুচড় যাওয়া সিএনজি ও আহতদেরকে ট্রাকের নিচ থেকে উদ্ধার করে এবং আহত ২ জনকে গুরুতর অবস্থায় শেরপুর সদর হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা থেকে পান ভর্তি একটি ট্রাক ঝিনাইগাতী থেকে শেরপুরের দিকে দ্রুতগতিতে আসার সময় তেঁতুলতলা বাজারে বিপরীত দিক থেকে আসা সিএনজি হুইলারটিকে চাপা দিলে ঘটনাস্থলে একমাত্র যাত্রী কাঠ ব্যবসায়ী খোরশেদ মারা যায়। এসময় সিএনজি চালক বিল্লাল ও আব্দুল কাদের নামে এক পথচারসহ ২ জন গুরুত্বর আহত হয়।পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।