শিরোনাম
মেহেরপুর ,১৮ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): মেহেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. তানভির হাসান রুমানের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড মহা. আব্দুস সালাম, সিভিল সার্জন মহী উদ্দীন আহমেদ, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মোঃ হাসিবুস সাত্তার, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার আজগর আলী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম ইকবাল হোসেন, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লতিফুন নেছা লতা প্রমুখ।