বাসস
  ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৯

দিনাজপুরের বীরগঞ্জের সড়কে স্মার্ট বাতি 

দিনাজপুর, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : জেলার বীরগঞ্জ উপজেলায় পৌর এলাকায় শনিবার রাত সাড়ে ১০টায় দুই কোটি টাকা ব্যয়ে পৌর সৌর সড়কে স্মার্ট বাতি স্হাপন শীর্ষক প্রকল্পের উদ্বোধন করেছেন সংসদ সদস্য আলহাজ্ মো. জাকারিয়া জাকা।  জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যে প্রকল্পের কাজ করা হয়।
আধুনিক ও স্মার্ট বাতিস্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে  তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল স্তরের  উন্নয়ন কার্য়ক্রম হাতে নিয়েছেন। তিনি আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত ও আধুনিক স্মার্ট  রাষ্ট্রে পরিনত করতে সব ধরনের প্রক্রিয়া শুরু করেছেন। সেই প্রক্রিয়ায় জেলার বীরগঞ্জ পৌরসভায় স্মার্ট বাতি প্রকল্পের উদ্বোধন ঘোষণা করা হলো। 
এসময উপস্থিত ছিলেন- বীরগঞ্জ পৌর মেয়র মো. মোশাররফ হোসেন, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরিয়াস সাইদ সরকার প্রমুখ।