বাসস
  ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২১

প্রতি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে : ক্রীড়া মন্ত্রী

সংসদ ভবন, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান বলেছেন, দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানান তিনি।
আজ সংসদে সরকারি দলের সদস্য জান্নাত আরা হেনরীর এক জবাবে তিনি জানান, ডিপিপি অনুমোদিত হলে স্টেডিয়ামের নির্মাণ কাজ বাস্তবায়ন করা হবে।
নাজমুল হাসান বলেন, দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের অংশ হিসাবে ‘উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ-১ম পর্যায়’ প্রকল্পের আওতায় ১২৫টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণকাজ ২০১৯ সালের জুনে সমাপ্ত হয়েছে।