বাসস
  ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩২

নড়াইলে ‘স্মার্ট বাংলাদেশ ও গণমাধ্যম’ বিষয়ক সেমিনার

নড়াইল, ২০ ফেব্রুয়ারি ২০২৪ (বাসস): জেলায় আজ  আঞ্চলিক তথ্য অফিস, খুলনা ও জেলা প্রশাসনের উদ্যোগে  ‘স্মার্ট বাংলাদেশ ও গণমাধ্য‘ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ  সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। 
আঞ্চলিক তথ্য অফিস, খুলনার উপ-প্রধান তথ্য অফিসার এ এস এম কবীরের সভাপতিত্বে এ সেমিনারে বিশেষ অতিথি ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান।
সহকারি তথ্য অফিসার মো. আতিকুর রহমান মুফতির সঞ্চালনায় সেমিনারে তথ্য উপস্থাপন করেন খুলনাস্থ  আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মেহেদী হাসান।
এ সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি আলমগীর সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সুলতান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।