শিরোনাম
নারায়য়নগঞ্জ, ২০ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : জেলার রূপগঞ্জ উপজেলায় আজ ঢাকা- সিলেট মহাসড়কে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে গাড়ির দুই যাত্রী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের বরপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাগাপাড়া এলাকার মোহাম্মদ উল্লাহ (৩৫) ও তার শ্বশুর সিদ্দিকুর রহমান (৬০)।
কাঁচপুর হাইওয়ে থানার পরিদর্শক আবু নাঈম সিদ্দিকী জানান, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শ্বশুর সিদ্দিকুর রহমানকে নিয়ে কুমিল্লায় ফিরছিলেন মোহাম্মদ উল্লাহ। পথিমধ্যে ঢাকা- সিলেট মহাসড়কে রূপগঞ্জের বরপা এলাকায় তাদের বহনকারি প্রাইভেটকারটিকে অন্য একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে গাড়িতে থাকা দুইযাত্রীর মধ্যে জামাতা মোহাম্মদ উল্লাহ ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর অবস্থায় শ্বশুর সিদ্দিকুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে, সেখানে তিনি মারা যান।
তিনি জানান, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি উদ্ধার করেছে।