শিরোনাম
বগুড়া, ২০ ফেব্রুয়ারি ২০২৪ (বাসস): জেলায় আজ ‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্য সামনে রেখে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দশদিন ব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে।
আজ মঙ্গলবার বিকাল ৫ টায় শহিদ খোকন শিশু পার্ক চত্ত্বরে আয়োজিত এ বইমেলা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন বগুড়া- ৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
জেলায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়নার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন প্রমুখ।
বগুড়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা শাখা আয়োজিত এ বইমেলায় চল্লিশটি ষ্টল স্থান পেয়েছে।