শিরোনাম
নাটোর, ২১ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : নাটোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আবু আহসান টগর এবং সাধারণ সম্পাদক পদে মো. শরীফুল হক মুক্তা বিজয়ী হয়েছেন।
গতকাল রাতে আইনজীবী সমিতি ভবনে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এ কে এম শাহজাহান কবীর এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী মো. আবু আহসান টগর ১৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রসাদ কুমার তালুকদার পেয়েছেন ১২২ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. শরীফুল হক মুক্তা ১৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. জাহাঙ্গীর হোসেন সাজু পেয়েছেন ১১৪ ভোট।
এছাড়া, সিনিয়র সহ-সভাপতি পদে এস এম লুৎফর রহমান রাব্বানী, জুনিয়র সহ-সভাপতি পদে মো. হারুন অর রশিদ বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহীদ মাহমুদ, কোষাধ্যক্ষ পদে মো.মোখলেছুর রহমান মিলন, পাঠাগার সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম ইমন, নিরীক্ষণ সম্পাদক পদে মোঃ আরিফুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে বাকী বিল্লাহ, আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো.মাহমুদুর রহমান এবং মহিলা সম্পাদিকা পদে মোছা আরজুমান্দ বানু পুস্প নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ১১টি পদের বিপরীতে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।