বাসস
  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৯

লালমনিরহাটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

লালমনিরহাট, ২১ ফেব্রুয়ারি ২০২৪ (বাসস): জেলায় আজ যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। 
২১শের প্রথম প্রহরে আজ লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে  ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ।
একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মতিয়ার রহমান, লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ্, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম,  জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাহমিদুল ইসলাম বিপ্লব, জেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সদর উপজেলা পরিষদ, পৌরসভা এবং সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ। এরপর, লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল নামে।
এছাড়া মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে আজ জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আলোচনাসভা- সহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।