বাসস
  ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৮

বাসস’র নাম ভাঙ্গিয়ে প্রতারণার অভিযোগে রাসেল খানের বিরুদ্ধে জিডি 

ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী (পিএ) পরিচয়ে সংস্থার নাম ভাঙ্গিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজিসহ প্রতারণামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মো. রাসেল খান নামের এক ব্যক্তির বিরুদ্ধে আজ পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বাসস’র পরিকল্পনা, উন্নয়ন ও প্রশাসন প্রধান মোহাম্মদ আলী খানের দায়ের করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, ‘মো. রাসেল খান বাসস’র নাম ব্যবহার করে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও তদবির করে জাতীয় বার্তা সংস্থা বাসস’র ভাবমূর্তি ক্ষুন্ন করছেন। বাসস চেয়ারম্যানের পিএ পরিচয়ে রাসেল তার ভিজিটিং কার্ডও মূদ্রণ করেছেন। তবে রাসেল খান নামে বাসস’র কোনো কর্মচারি নেই বা তিনি বাসস চেয়ারম্যানের সঙ্গে পরিচিতও নন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।