বাসস
  ২২ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৫

বিদ্যমান বাড়ি ভাড়া আইনের বিধানসমূহ পর্যালোচনা করা হবে : আইনমন্ত্রী

সংসদ ভবন, ২২ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বাড়ি ভাড়া সংক্রান্ত নতুন কোন আইন প্রণয়ন করার পরিকল্পনা আপাতত সরকারের নেই। তবে বিদ্যমান আইনের বিধানসমূহ পর্যালোচনা করা হবে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান। 
তিনি বলেন, ভাড়াটিয়াদের সুযোগ সুবিধা নিশ্চিত এবং বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের মধ্যে সংঘাত নিরসনের জন্য ‘বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১’ বর্তমানে বিদ্যমান রয়েছে। বাড়ি ভাড়া সংক্রান্ত নতুন কোন আইন প্রণয়ন করার পরিকল্পনা আপাতত সরকারের নেই। তবে প্রয়োজনে বিদ্যমান আইনের বিধানসমূহ পর্যালোচনা করা হবে।