শিরোনাম
সংসদ ভবন, ২২ ফেব্রুয়ারী, ২০২৪ (বাসস) : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, স্থানীয়ভাবে গবাদি পশুর পা ও মুখের রোগের (এফএমডি) ভ্যাকসিন তৈরির পরিকল্পনা সরকারের রয়েছে। বর্তমানে স্থানীয় বাজারে বছরে প্রায় ১৫০০ কোটি টাকার এফএমডি ভ্যাকসিনের চাহিদা রয়েছে।
আজ সংসদে স্বতন্ত্র সদস্য আওলাদ হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমদানির পরিবর্তে স্থানীয়ভাবে গবাদিপশুর জন্য এফএমডি ভ্যাকসিন তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের।’
মন্ত্রী বলেন, শিগগিরই এ ধরনের ভ্যাকসিন স্থানীয়ভাবে তৈরি করা হবে এবং ভ্যাকসিন তৈরির জন্য একটি গবেষণা কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশের প্রাণিসম্পদ খাতের জন্য এফএমডি একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে আমদানির মাধ্যমে ভ্যাকসিনের চাহিদা পূরণ করা হয়ে থাকে।
আব্দুর রহমান বলেন, দেশে উৎপাদিত ভ্যাকসিন আমদানি করা ভ্যাকসিনের চেয়ে বেশি কার্যকর ও সাশ্রয়ী হবে। অনেক ক্ষেত্রে, আমদানি করা ভ্যাকসিন গবাদি পশুর জন্য বিফল প্রমাণিত হয়েছে।
তিনি বলেন, এফএমডি রোগের কারণে প্রতি বছর ১২৫ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হওয়ায় ভ্যাকসিনটি দেশের প্রাণিসম্পদ খাতকে উৎসাহিত করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রী বলেন, যখন দেশে উৎপাদন শুরু হবে তখন প্রতি ইউনিট ভ্যাকসিনের দাম অর্ধেক হয়ে যাবে।