শিরোনাম
নাটোর, ২২ ফেব্রুয়ারি ২০২৪ (বাসস) : জেলায় আজ মাতৃদুগ্ধের গুরুত্ব, উপকারিতা এবং মাতৃদুগ্ধ বিকল্প আইন ও বিধি বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নাটোর সদর উপজেলা হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার।
সদর উপজেলা মেডিকেল অফিসার ডা. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য দপ্তরের মেডিকেল অফিসার ডা. রাতিলা বরকত।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. রাসেল এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।
সভায় বক্তারা বলেন, শিশুর জন্মের পর থেকে ছয়মাস বয়স পর্যন্ত মাতৃদুগ্ধ ছাড়া অন্য কোন খাবারের প্রয়োজন নেই। মাতৃদুগ্ধ সদ্য প্রসূত শিশুর প্রথম টিকা হিসেবে কাজ করে। এই দুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও পুষ্টি নিশ্চিত করে। মাতৃদুগ্ধ পানের ফলে শিশুদের নিউমোনিয়া, ডায়রিয়া এবং অপুষ্টির প্রবণতা রোধ হয়।
কর্মক্ষেত্রে ব্রেষ্ট ফিডিং সেন্টার চালু, মাতৃত্বকালীন ছুটি ও ভাতা প্রদান এবং মাতৃদুগ্ধ বিকল্প আইন-২০১৩ ও বিধি-২০১৭ প্রণয়নের মাধ্যমে সরকার মাতৃদুগ্ধ পানের হার বৃদ্ধিতে সচেষ্ট রয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।