বাসস
  ২২ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০০

শেরপুরে পঠন দক্ষতা যাচাই প্রতিযোগিতা 

শেরপুর, ২২ ফেব্রুয়ারি ২০২৪ (বাসস): জেলার সদর উপজেলায় আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাথমিক শিক্ষার্থীদের পঠন দক্ষতা যাচাই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সদর উপজেলার জিহান সরকারী প্রাথমিক বিদ্যালয় ও নবীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় আয়োজিত এ কর্মসূচিতে বাংলা বর্ণ লেখা, শব্দ ও বাক্যরচনা প্রতিযোগিতায় বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশ নেয়। 
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহায়তায় ইউএসএআইডি- এর ‘এসো শিখি’ প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ। 
এ সময় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকরাম হোসেন, সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ, ইউএসএআইডি’র শেখ খালেকুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।