শিরোনাম
ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের যৌথ আয়োজনে ‘একুশের সাংস্কৃতিক উৎসব-২০২৪’ আজ বৃহস্পতিবার শেষ হয়েছে।
গত ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়া সপ্তাহিব্যপি এই উৎসবে নাটক , আবৃতি, নৃত্য ও দেশের গান পরিবেশিত হয়।
অমর একুশে বই মেলায় আগত দর্শক উপস্থিতিতে মুখর হয়ে উঠে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চ ‘একুশের সাংস্কৃতিক উৎসব-২০২৪’। আজ বৃহস্পতিবার অনুষ্ঠানের শেষ দিনে শুরুতেই পরিবেশিত হয় সমবেত নৃত্য। নৃত্য পরিবেশন করে বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস এবং নৃত্য পরিচালনা করেন নৃত্য পরিচালক ফারহানা চৌধুরী।
এরপর পরিবেশিত হয় একক সংগীত ‘মাগো ধন্য হল জীবন আমার’ ও ‘একতারা লাগে না আমার/ সুন্দর সুবর্ন তারুণ্য লাবণ্য’। সংগীত পরিবেশন করেন প্রিয়াংকা সরকার পিয়া।
এতে কবিতা আবৃত্তি করেন ডালিয়া আহমেদ। সমবেত নৃত্য, নৃত্য পরিবেশন করে ভঙ্গিমা ডান্স থিয়েটার এবং নৃত্য পরিচালনা করেন সৈয়দা শায়লা আহমেদ লিমা।
সবশেষে ভঙ্গিমা ডান্স থিয়েটার পরিবেশন করে সমবেত নৃত্য, পরিচালনা করেন সৈয়দা শায়লা আহমেদ লিমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন তামান্না তিথি।