শিরোনাম
সিরাজগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : জেলায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে স্কেটিং ও সাইকেল স্ট্যান্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে সিরাজগঞ্জ ক্রসবার-৩ চায়না বাঁধে প্রতিযোগিতার উদ্বোধন করেন শেখ রাসেল পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফজল এ খোদা লিটন। প্রতিযোগিতায় প্রায় শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা পরিচালনা করেন সিরাজগঞ্জ স্কেটিং ক্লাবের সাধারণ সম্পাদক তারেক হাসান প্রতিযোগিতা পরিচালনা করে।
শিশু-কিশোরদের মাদক, সন্ত্রাসসহ সমাজের অপকর্ম থেকে দুরে রাখতেই এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফজল-এ-খোদা লিটন জানিয়েছেন।