বাসস
  ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৮

হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

হবিগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : জেলার বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তিতারকোনা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় বাহারফুল নেছা (৪০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। 
শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত বাহারফুল নেছা বাহুবল উপজেলার পশ্চিম রুপ শংকার গ্রামের তৈয়ব আলীর স্ত্রী।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল কবির জানান, একটি দ্রুতগতির সিএনজি অটোরিকশা তিতারকোনা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বাহারফুল নেছা নামে গৃহবধু গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।