শিরোনাম
নাটোর, ২৪ ফেব্রুয়ারি ২০২২ (বাসস): জেলা সদরে আজ থেকে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
আজ শনিবার বিকেল সাড়ে চারটায় সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন নাটোর-২ আসনের (সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
উপজেলা কৃষি কর্মকর্তা নিলীমা জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো সিরাজুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু প্রমুখ।
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এ কৃষি প্রযুক্তি মেলায় কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে প্লান্ট ডক্টর ক্লিনিক, অনাবাদি জমির ব্যবহার কৌশল, খামার যান্ত্রিকীকরণ, ফল বাগানের পরিচর্যা, বসতবাড়িতে ফল ও সবজি চাষসহ মোট ১৬টি স্টল প্রদর্শিত হচ্ছে।