বাসস
  ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০২

সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন  

সুনামগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ (বাসস) : জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় আজ বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মোহাম্মদ সাদিক এমপি।
আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ড. মোহাম্মদ সাদিক এমপি বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরের সাতটি ফসলরক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন। 
এ সময় বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মফিজুর রহমান, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী  মো. গোলাম কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
উপ-সহকারী প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া জানান, বিশ্বম্ভরপুর উপজেলায় এবার ৩১টি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) অনুকূলে ৫ কোটি ১৩ লাখ টাকা বরাদ্দ হয়েছে। বরাদ্দকৃত অর্থের মধ্যে প্রতিটি পিআইসিকে কাজ শুরু করার জন্য শতকরা ৫০ ভাগ টাকা প্রদান করা হয়েছে। ফসলরক্ষা বাঁধের কাজ ইতিমধ্যে ৮৫ ভাগে উন্নীত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।