বাসস
  ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৬

নাটোরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

নাটোর, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) :‘স্মার্ট পরিসংখ্যান উন্নয়নের সোপান’ প্রতিপাদ্য বিষয়ে আজ মঙ্গলবার নাটোরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল সাড়ে দশটায় আয়োজিত সভায় সভা প্রধানের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা ।
সভায় বক্তারা বলেন, উন্নত জীবনের সোপান তৈরী করে পরিকল্পনা। তাই সঠিক পরিকল্পনা প্রণয়নে গুণগতমানের পারিসাংখ্যিক তথ্যের কোন বিকল্প নেই। শুমারী এবং চলমান বিভিন্ন জরিপ কার্যক্রমে দায়িত্ব পালনকারী ব্যক্তি এবং সংশ্লিষ্ট দপ্তর দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
সভায় জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ পরিচালক কৃষপদ সুত্রধর দেশের মাথাপিছু গড় আয়, আয়ু, শিশু ও মাতৃ মৃত্যুর হার, আমদানী-রপ্তানী, দেশজ উৎপাদন ইত্যাদি পারিসাংখ্যিক তথ্য পাওয়ার পয়েন্টে উপস্থাপন করে উন্নত জীবন ধারার পথে এগিয়ে যাওয়ার তথ্য চিত্র উপস্থাপন করেন।