বাসস
  ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪১

লক্ষ্মীপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত 

লক্ষ্মীপুর, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : "স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার" এ স্লেøাগান সঙ্গে নিয়ে নানা আয়োজনে জেলায় পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস। 
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করেন জেলা প্রশাসন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। 
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাজিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।
আরও বক্তব্য রাখেন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী ইকরামুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্রাহী প্রকৌশলী বিলকিস আক্তার। 
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ টি এম কামাল উদ্দিন, চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজু, উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনিসহ ইউনিয়ন পরিষদের সচিবগন উপস্থিত ছিলেন। 
এর আগে "স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান" এ স্লেগান নিয়ে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে জাতীয় পরিসংখ্যান দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।