শিরোনাম
শেরপুর, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): শেরপুরে অগ্নিকান্ডে শিশু ও নারী নিহত হয়েছে। ফায়ার সার্ভিসের পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, আজ মঙ্গলবার ভোরে সদর উপজেলার কামায়েরচর ইউনিয়নের পয়েস্তিরচরে এই অগ্নিকান্ড ঘটে। নিহতরা হলেন পয়েস্তিচর গ্রামের মো. আমানুল্লাহ মন্টুর স্ত্রী ফিরোজা বেগম (৭০) ও হাবিবুর রহমানের ছেলে শরিফ (৭)।
স্থানীয়রা জানান, ভোরে অগ্নিকান্ডে সূত্রপাত হয়। অগ্নিকান্ডে বসতি ও গোয়াল ঘরসহ দুটি ঘর পুড়ে যায়। সদর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে শরিফের মৃতদেহ উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় ফিরোজা বেগমকে সদর হাসপাতালে প্রেরণ করা হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, অগ্নিকান্ডে নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত ভাবে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।