শিরোনাম
সংসদ ভবন, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছের, সরকার ধান সংরক্ষণের সুবিধা বাড়ানোর লক্ষ্য নিয়ে সারা দেশে ৩০টি ধানের সাইলো নির্মাণের পরিকল্পনা নিয়েছে।
সরকারি দলের সদস্য এম মামুনুর রশিদ কিরনের পক্ষে সাজ্জাদুল হাসানের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “ধানের মজুদ সুবিধা বাড়ানোর জন্য সরকার ধানের সাইলো নির্মাণের পরিকল্পনা নিয়েছে”।
মন্ত্রী বলেন, সরকার ‘দেশের বিভিন্ন স্থানে শুকানো, সংরক্ষণ এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধাসহ বিভিন্ন সুবিধা সংবলিত আধুনিক সাইলো নির্মাণ (পাইলট প্রকল্প)’ শীর্ষক প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের আওতায় মোট ৩০টি সাইলো নির্মাণ করা হবে।