বাসস
  ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০০

বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বিরোধী দলের

সংসদ ভবন, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : জাতীয় সংসদে বিরোধী দল বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে।
বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নু আজ সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই দাবি জানান।
এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অসহনীয় উল্লেখ করে মুজিবুল হক চুন্নু বলেন, ‘জনগণ অনেক আশা নিয়ে মাত্র এক মাস আগে এই সরকারকে নির্বাচিত করেছে। সরকার এভাবে রোজার আগে বিদ্যুতের দাম, গ্যাসের দাম বাড়ায়, তাহলে সেটা হবে অসহনীয়। আমি আমাদের দলের পক্ষ থেকে সরকারকে বিনীত অনুরোধ করব, অন্তত পক্ষে গ্যাসের দাম ও বিদ্যুতের দামটাকে এই মুহূর্তে বৃদ্ধি করবেন না।’
তিনি বলেন, ‘সরকার একটা স্থিতিশীলতায় আসুক, দেশের মানুষ একটা স্থিতিশীল অবস্থায় আসুক, অর্থনীতি একটা স্বাভাবিক অবস্থায় আসুক তখন এই চিন্তা করেন। এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য আমি সরকারের কাছে অনুরোধ রাখছি।’
অপরদিকে বিরোধী দলের উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বাজার ব্যবস্থা স্থিতিশীল এবং দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান।