বাসস
  ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১২

বাংলাদেশ ও উজবেকিস্তান দ্বিপাক্ষিক বন্ধন বাড়াতে রোডম্যাপ স্বাক্ষর করেছে

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : তাসখন্দে বাংলাদেশ দূতাবাস এবং উজবেকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির জন্য একটি রোডম্যাপ স্বাক্ষর করেছে।
উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম এবং উজবেকিস্তানের দক্ষিণ এশীয় বিষয়ক প্রধান মাখামাদজন বোত্রালিয়েভ নিজ নিজ পক্ষে রোডম্যাপে স্বাক্ষর করেন। এখানে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
রোডম্যাপের আওতায় আগামী দিনে দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি পাবে।
এ রোডম্যাপ বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি ঢাকা ও তাসখন্দের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।