বাসস
  ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৮

জয়পুরহাটে ডায়াবেটিস সচেতনতা দিবস পালন

জয়পুরহাট, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘ডায়াবেটিস প্রতিরোধের এখনই সময় ’ এই স্লোগানকে সামনে রেখে আজ বুধবার জয়পুরহাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হলো ডায়াবেটিস সচেতনতা দিবস।
দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালীর আয়োজন করে জয়পুরহাট ডায়াবেটিক সমিতি। ডায়াবেটিক হাসপাতাল চত্বর থেকে র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে আবার হাসপাতালে এসে শেষ হয় । সেখানেই আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট ডায়াবেটিক সমিতির সভাপতি আব্দুল আজিজ মোল্লা। 
জয়পুরহাট ডায়াবেটিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক খ ম আব্দুর রহমান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে ডায়াবেটিস রোগ সম্পর্কে সচেতনতামুলক গুরুত্বপূর্ন আলোচনায় অংশ নেন জয়পুরহাট ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক শেখ মামুন ইসলাম সাগর ও ডা: জাকিয়া সুলতানা মেরী প্রমূখ।