বাসস
  ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫২

নীলফামারীতে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 

নীলফামারী, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ আজ নীলফামারীতেঅনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে শহরের বড় মাঠে এই পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) রাশিদা আক্তার। বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহজাহান সিদ্দিকের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি জেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জছিজুল আলম মন্ডল, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার, আতাউল গনি ওসমানী, মো. নুরুজ্জামান ও মো. মোতাহার হোসেন।